ফরাসী ‘হাসির রাজাকে’ সম্মানিত করল উৎসব কর্তৃপক্ষ
Published: 22nd, May 2025 GMT
কান চলচ্চিত্র উৎসবের আকাশ আজ আরও উজ্জ্বল হলো যেনো। কারণ ফরাসি কমেডি জগতের চিরসবুজ নাম পিয়ের রিচার্ডকে উৎসর্গ করা হলো এক বিশেষ সম্মানে। ৯০ বছর বয়সী এই অভিনেতা এবার নিজের পরিচালনা করেছেন নিজের সর্বশেষ ছবি‘লোম কী আ ভ্যু লুরস্ কী আ ভ্যু লোম্’ (L’homme qui a vu l’ours qui a vu l’homme)। যা কানে বুধবার প্রদর্শিত হয়। এরপরই পিয়ের রিচার্ডকে বিশেষ সম্মানে সম্মানিত করেন উৎসব কর্তৃপক্ষ।
ছবিটিতে এক প্রজন্মের ব্যবধান থাকা দুই পুরুষের বন্ধুত্বের গল্প বলা হয়েছে। যারা একত্র হয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং একটি সার্কাস থেকে পালানো ভালুকের প্রতি মমতা দেখানোর মধ্য দিয়ে। এই কাহিনির মধ্যে যেমন আছে হাসি, তেমনি আছে আবেগ, স্মৃতিচারণ ও সম্পর্কের জটিলতা।
৬০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে পিয়ের রিচার্ড অভিনয় করেছেন ১০০-এরও বেশি চলচ্চিত্রে। তার হাস্যরসাত্মক অভিনয়, অগোছালো, বাউণ্ডুলে চরিত্র এবং অনন্য বডি-ল্যাঙ্গুয়েজ তাকে করে তুলেছে ফরাসি সিনেমার এক কিংবদন্তি।
তার অভিনীত ১৯৭২ সালে ‘দ্য টল ব্লন্ড ম্যান উইথ ওয়ান ব্ল্যাক শু’ ছবির জন্য আজও চির সবুজ অভিনেতা হিসেবে পরিচিত তিনি। ২০০৬ সালে পিয়ের রিশার্ড পেয়েছিলেন সিজার দ’অনার । ফরাসি চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার।
‘লোম কী আ ভ্যু লুরস্ কী আ ভ্যু লোম্’ ছবি দিয়ে প্রায় ত্রিশ বছর পর ফের পরিচালক হিসেবে ফিরলেন রিচার্ড। এটি আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব
এছাড়াও পড়ুন:
৫৫ বছর পর কানে ‘অরণ্যের দিনরাত্রি’
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে একই নামে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ১৯৭০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বার্লিন উৎসবে স্বর্ণভালুকের জন্য লড়েছিল। সিনেমাটির ফোর-কে সংস্করণ এবার প্রদর্শিত হলো কান চলচ্চিত্র উৎসবে। সিনেমার প্রদর্শনী উপলক্ষে কানে হাজির ছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’র দুই অভিনেত্রী শর্মিলা ঠাকুর ও সিমি গাড়োয়াল। খবর ফিল্মফেয়ারের
১৯৭০ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মুক্তির ৫৫ বছর পর এটিকে আবার ঝকঝকে করে তোলা হয়েছে।
‘অরণ্যের দিনরাত্রি’র কান পোস্টার। কান উৎসবের ফেসবুক পেজ থেকে