কান চলচ্চিত্র উৎসবের আকাশ আজ আরও উজ্জ্বল হলো যেনো। কারণ ফরাসি কমেডি জগতের চিরসবুজ নাম পিয়ের রিচার্ডকে উৎসর্গ করা হলো এক বিশেষ সম্মানে। ৯০ বছর বয়সী এই অভিনেতা এবার নিজের পরিচালনা করেছেন নিজের সর্বশেষ ছবি‘লোম কী আ ভ্যু লুরস্ কী আ ভ্যু লোম্’ (L’homme qui a vu l’ours qui a vu l’homme)। যা কানে বুধবার  প্রদর্শিত হয়। এরপরই  পিয়ের রিচার্ডকে বিশেষ সম্মানে সম্মানিত করেন উৎসব কর্তৃপক্ষ। 

ছবিটিতে এক প্রজন্মের ব্যবধান থাকা দুই পুরুষের বন্ধুত্বের গল্প বলা হয়েছে।  যারা একত্র হয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং একটি সার্কাস থেকে পালানো ভালুকের প্রতি মমতা দেখানোর মধ্য দিয়ে।  এই কাহিনির মধ্যে যেমন আছে হাসি, তেমনি আছে আবেগ, স্মৃতিচারণ ও সম্পর্কের জটিলতা।

৬০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে পিয়ের রিচার্ড অভিনয় করেছেন ১০০-এরও বেশি চলচ্চিত্রে। তার হাস্যরসাত্মক অভিনয়, অগোছালো, বাউণ্ডুলে চরিত্র এবং অনন্য বডি-ল্যাঙ্গুয়েজ তাকে করে তুলেছে ফরাসি সিনেমার এক কিংবদন্তি।

 তার অভিনীত ১৯৭২ সালে  ‘দ্য টল ব্লন্ড ম্যান উইথ ওয়ান ব্ল্যাক শু’ ছবির জন্য আজও চির সবুজ অভিনেতা হিসেবে পরিচিত তিনি।  ২০০৬ সালে পিয়ের রিশার্ড পেয়েছিলেন সিজার দ’অনার ।  ফরাসি চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। 

‘লোম কী আ ভ্যু লুরস্ কী আ ভ্যু লোম্’ ছবি দিয়ে প্রায় ত্রিশ বছর পর ফের পরিচালক হিসেবে ফিরলেন রিচার্ড।  এটি আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

কলকাতায় নতুন সিনেমার শুটিং শুরু করলেন জয়া

এবারের ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। দুটি সিনেমাই দারুণ সাড়া ফেলেছে। হলে দর্শক টানছে। এই দুটি সিনেমায় সম্পূর্ণই ব্যতিক্রমী দুই আমেজ নিয়ে দর্শকের সামনে এসেছেন গুণী এই অভিনেত্রী। 

ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই ভারতের টালিগঞ্জে নতুন সিনেমার শুটিং শুরু করলেন অভিনেত্রী। গত শনিবার মহরতের মধ্য দিয়ে কলকাতায় শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার দৃশ্যাধারণ। সেখানে যোগ দিয়েছেন তিনি।

এ সিনেমার প্রথম পর্ব ‘অর্ধাঙ্গিনী’র মতো এবারও জয়ার সঙ্গে অভিনয় করবেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলী। এ তিনজনের সঙ্গে নতুন পর্বে যুক্ত হচ্ছেন ইন্দ্রাশিস রায়।

সুমনের (কৌশিক) অসুস্থতাকে কেন্দ্র করে তাঁর সাবেক স্ত্রী শুভ্রা (চূর্ণী) ও বর্তমান স্ত্রী মেঘনার (জয়া) দেখা হওয়া এবং টানাপোড়েনকে ঘিরে তৈরি হয়েছিল অর্ধাঙ্গিনীর প্রেক্ষাপট। আগের ঘটনার বছর দুয়েক পর একটা বিয়েকে কেন্দ্র করে আবার মুখোমুখি হন সুমন, শুভ্রা ও মেঘনা। নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘কৌশিকদার সঙ্গে আমরা খুব এনজয় করে কাজ করি।

এবারও তেমনটি হবে। কাজের ক্ষেত্রে প্রতিদিন আলাদা অভিজ্ঞতা হয়। নিজেকে আরও উন্নত করি অভিনেত্রী হিসেবে। এতে আবারও আমার সহশিল্পী হিসেবে চূর্ণী গাঙ্গুলীকে পাচ্ছি। তার মতো অভিনেত্রীকে সহশিল্পী হিসেবে পাওয়া মানে নিজের চরিত্রের আরও উত্তরণ ঘটা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাজ শেষ করতে পারব।’

আজও অর্ধাঙ্গিনীর শুটিংয়ে যোগ দেওয়ার আগের দিন পর্যন্ত জয়া ঢাকায় ব্যস্ত সময় পার করেছেন ঈদের দুই সিনেমার প্রচারে। হলে হলে ঘুরছেন তিনি। দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি।

এ বিষয়ে জয়া বলেন, “সিনেপ্লেক্সের ভেতরেও ‘তাণ্ডব’ দেখার সময় দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাতেই বলে দেয় সিনেমাটি মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে। আর ‘উৎসব’ নিয়ে ফিডব্যাকটা পাচ্ছি খানিকটা অন্যরকন ইমোশনাল। হল থেকে বেরিয়ে অনেক দর্শক বলছে, সিনেমাটি অনেক দিন থেকে যাবে মানুষের মনে। দর্শক আসলে ভালো গল্পের সিনেমা দেখতে চায়। এটি বারবারই প্রমাণ হচ্ছে।  দুটি সিনেমা নিয়েই আমি খুব আনন্দিত।”

জানা গেছে, চলতি বছরেই মুক্তি পাবে জয়া অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

সম্পর্কিত নিবন্ধ

  • আরিফিন শুভর অভিনয়ে মুগ্ধ বাঁধন, করলেন ‘মুজিব’ চরিত্রের প্রশংসা
  • আরিফিন শুভর অভিনয়ে মুগ্ধ বাঁধন, করলেন ‘মুজিব’ চরিত্রেও প্রশংসা
  • ‘উৎসব’ দেখে মুগ্ধ ‘এশা মার্ডার’–এর বাঁধন
  • আবৃত্তি উৎসবে কবিতার বন্দনা
  • মাদারীপুরে সাংগঠনিক সভা
  • ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফল উৎসব 
  • কপালে ১৩টি এবং থুতনিতে ৪টি সেলাই করা লাগে
  • দেশের পর এবার বিদেশেও ঈদের সিনেমার মুক্তি
  • বকুলতলায় বৃষ্টির সুর
  • কলকাতায় নতুন সিনেমার শুটিং শুরু করলেন জয়া