কান চলচ্চিত্র উৎসবের আকাশ আজ আরও উজ্জ্বল হলো যেনো। কারণ ফরাসি কমেডি জগতের চিরসবুজ নাম পিয়ের রিচার্ডকে উৎসর্গ করা হলো এক বিশেষ সম্মানে। ৯০ বছর বয়সী এই অভিনেতা এবার নিজের পরিচালনা করেছেন নিজের সর্বশেষ ছবি‘লোম কী আ ভ্যু লুরস্ কী আ ভ্যু লোম্’ (L’homme qui a vu l’ours qui a vu l’homme)। যা কানে বুধবার  প্রদর্শিত হয়। এরপরই  পিয়ের রিচার্ডকে বিশেষ সম্মানে সম্মানিত করেন উৎসব কর্তৃপক্ষ। 

ছবিটিতে এক প্রজন্মের ব্যবধান থাকা দুই পুরুষের বন্ধুত্বের গল্প বলা হয়েছে।  যারা একত্র হয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং একটি সার্কাস থেকে পালানো ভালুকের প্রতি মমতা দেখানোর মধ্য দিয়ে।  এই কাহিনির মধ্যে যেমন আছে হাসি, তেমনি আছে আবেগ, স্মৃতিচারণ ও সম্পর্কের জটিলতা।

৬০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে পিয়ের রিচার্ড অভিনয় করেছেন ১০০-এরও বেশি চলচ্চিত্রে। তার হাস্যরসাত্মক অভিনয়, অগোছালো, বাউণ্ডুলে চরিত্র এবং অনন্য বডি-ল্যাঙ্গুয়েজ তাকে করে তুলেছে ফরাসি সিনেমার এক কিংবদন্তি।

 তার অভিনীত ১৯৭২ সালে  ‘দ্য টল ব্লন্ড ম্যান উইথ ওয়ান ব্ল্যাক শু’ ছবির জন্য আজও চির সবুজ অভিনেতা হিসেবে পরিচিত তিনি।  ২০০৬ সালে পিয়ের রিশার্ড পেয়েছিলেন সিজার দ’অনার ।  ফরাসি চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার। 

‘লোম কী আ ভ্যু লুরস্ কী আ ভ্যু লোম্’ ছবি দিয়ে প্রায় ত্রিশ বছর পর ফের পরিচালক হিসেবে ফিরলেন রিচার্ড।  এটি আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ন চলচ চ ত র উৎসব

এছাড়াও পড়ুন:

ডাইনির সাজে শাবনূর!

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!

প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।

আরো পড়ুন:

পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ

বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক

সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।

ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”

পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”

ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত নিবন্ধ

  • এবারও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই বাংলাদেশ
  • ডাইনির সাজে শাবনূর!
  • টগি ফান ওয়ার্ল্ডে উদযাপিত হলো হ্যালোইন উৎসব
  • উদ্ভাবন–আনন্দে বিজ্ঞান উৎসব
  • নবীনদের নতুন চিন্তার ঝলক
  • বিজ্ঞান উৎসব উদ্বোধন করল রোবট নাও
  • ‘ফাতেমা রানীর তীর্থোৎসবে’ আলোয় ভাসল গারো পাহাড়
  • টোকিওতে জমেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
  • সন্ধ্যা নদীর দুকূলে উৎসবের ঢেউ, উজিরপুরে নৌকাবাইচে মাতলেন হাজারো মানুষ
  • রাঙামাটি রাজবন বিহারে দুদিনের কঠিন চীবর দানোৎসব শুরু