ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে ৬ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা
Published: 23rd, May 2025 GMT
রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজমুন নাহারের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বেলা দুইটা থেকে ছয় ঘণ্টা তাঁকে অবরুদ্ধ করে রাখেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক প্রথম আলোকে বলেন, বেলা দুইটার দিকে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজমুন নাহারের পদত্যাগের দাবিতে তাঁর দপ্তরের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা বিক্ষোভ করেন। তাঁরা দাবি করেন, নন টেকনিক্যাল অধ্যক্ষের পদত্যাগ করতে হবে। এ সময় তাঁরা অধ্যক্ষকে তাঁর দপ্তর থেকে বের হতে দিচ্ছিলেন না। শিক্ষার্থীরা ঘোষণা দেন, পদত্যাগ না করা পর্যন্ত অধ্যক্ষকে তাঁরা দপ্তর থেকে বের হতে দেবেন না এবং তাঁদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
রাত আটটা পর্যন্ত এ অবস্থা চলে। এ অবস্থায় পুলিশ আন্দোলন চালিয়ে যাওয়ার শর্তে অধ্যক্ষকে পুলিশি পাহারায় তাঁর দপ্তর থেকে বের করে নিরাপদে বাসায় পৌঁছে দেন। এরপর শিক্ষার্থীরা তাঁর দপ্তরে তালা লাগিয়ে দেন।
পুলিশ কর্মকর্তা ইমাউল হক বলেন, অধ্যক্ষ নাজমুন নাহার সাধারণ শিক্ষা ক্যাডারের। তিনি নন টেকনিক্যাল। এটাই শিক্ষার্থীদের আপত্তি।
রাতে যোগাযোগ করা হলে অধ্যক্ষ নাজমুন নাহার প্রথম আলোকে বলেন, সবকিছুই স্বাভাবিক ছিল। শিক্ষার্থীরা দুপুর পর্যন্ত ক্লাসও করেন। কিন্তু দুইটার পর তাঁরা তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। পরে তাঁদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও যোগ দেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পলিটিশিয়ান, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের চেয়ে দেশ অনেক বড়
ছবি: নাসির আলী মামুন, ফটোজিয়াম