কালভার্টের মুখ বন্ধ করে ভবন নির্মাণ, জলাবদ্ধতার শঙ্কা
Published: 23rd, May 2025 GMT
বিএনপি নেতার বিরুদ্ধে কালভার্টের মুখ বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। কালভার্টটি গোপালগঞ্জের কোটালীপাড়া ও বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্ত দিয়ে প্রবাহিত রাজিহার-বাটরা-রামশীল খালে। খালের পানি প্রবাহ বন্ধ হলে আশপাশের বাড়িঘরে জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।
রাজিহার-বাটরা-রামশীল খালের পানি সেচ দিয়ে কোটালীপাড়া উপজেলার রামশীল ও আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের কয়েকশ বিঘা জমির চাষাবাদ হয়ে আসছে। খালটির কালভার্টের মুখ বন্ধ করে ভবন নির্মাণ করায় সেচকাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। বিষয়টি দুই উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) মৌখিকভাবে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত বিএনপি নেতা অ্যাপোলো তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের রামশীল গ্রামের বাসিন্দা। ভয়ে তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি স্থানীয়রা।
তবে আগৈলঝাড়া উপজেলার বাটরা গ্রামের কৃষক অমল বৈরাগী জানান, খালের এক পাশে কৃষিজমি, অন্য পাশে বসতবাড়ি। এ খালের কালভার্টের মুখে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। এতে পানি চলাচল বন্ধ হবে। বোরো মৌসুমে সেচের পানির সংকট দেখা দেবে। বিল থেকে বৃষ্টির পানি নামতে পারবে না। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে অনেক বাড়িঘরে পানি উঠবে।
বাটরা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রাজিহার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিতোষ রায় বলেন, অ্যাপোলো তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে কালভার্টের মুখে ভবন নির্মাণ করছেন। এতে কৃষক যেমন জমি চাষাবাদ নিয়ে ঝুঁকিতে পড়বেন, তেমনি খালপাড়ে বসবাসকারী পরিবারগুলো জলাবদ্ধতার শিকার হবে।
কালভার্টের মুখে ভবন নির্মাণের অভিযোগ স্বীকার করেছেন রামশীল ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাপোলো তালুকদার। তাঁর ভাষ্য, জায়গাটি তাঁর পৈতৃক।
কোটালীপাড়া ও আগৈলঝাড়া উপজেলা সীমান্তের এই খালের কালভার্টের মুখে ভবন নির্মিত হলে খালের পানি প্রবাহে কোনো সমস্যা হবে না। পানি প্রবাহের ব্যবস্থা রেখেই ভবন নির্মাণ করা হচ্ছে। এতে চাষাবাদ ক্ষতিগ্রস্ত বা জলাবদ্ধতার কোনো সমস্যা দেখা দেবে না।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বাশার হাওলাদার বলেন, ‘অ্যাপোলো তালুকদার ভবন নির্মাণে দলীয় কোনো প্রভাব বিস্তার করেননি। আমি যতটুক শুনেছি, জায়গাটি আগৈলঝাড়া উপজেলার মধ্যে পড়েছে।
কালভার্ট ঘেঁষে তাঁর পৈতৃক সম্পত্তি রয়েছে বলে জানতে পেরেছি।’
আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন বলেন, ‘বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়েছি। প্রতিনিধি দলের প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে।’
কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ সাংবাদিকদের জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। ঘটনাস্থলের অবস্থান দুই উপজেলার সীমান্তে। তাই এ ব্যাপরে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনারের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: বর শ ল উপজ ল র প রব হ ব এনপ সহক র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন