রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী অপারেশন শেষে পোস্ট অপারেটিভে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান।

আহত শিক্ষার্থীর নাম আরাফাত শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তার স্নাতকোত্তর শেষ হয়েছে।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় হলের পাশের রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন শাওন। এসময় অজ্ঞাত কয়েকজন তাকে ঘিরে ধরে মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে পেটের ২ জায়গায় আঘাত করে পালিয়ে যায়। এরপর আশেপাশে থাকা শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যায়। তার পেটের একটি ক্ষত কিছুটা গভীর। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। তবে, তিনি এখন বিপদমুক্ত।

এই বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সমকালকে বলেন, শাওনের শরীরে ২ জায়গায় আঘাত করা হয়েছে। একটা একটু বেশি গভীর। কিছুক্ষণ আগেই তার অপারেশন সম্পন্ন হয়েছে। সে এখন বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

তিনি আরও বলেন, আমরা প্রত্যক্ষদর্শী কাউকে পাচ্ছি না। আমাদের টিম কাজ করছে। আমরা ঘটনার কোনো সূত্র পেলেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ছ নত ই

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের নতুন হামলায় ইরানের আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত

ইরানের রাজধানী তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

স্থানীয় সময় রবিবার (১৫ ‍জুন) বিকেলে চালানো এ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এবং তার ডেপুটি হাসান মোহাকিক নিহত হয়েছেন।

রবিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইসরায়েলের।

আরো পড়ুন:

ইসরায়েলে ৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, তেল আবিব ও হাইফাতে সরাসরি আঘাত

ইরানে আবারো হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আরো জানিয়েছে, তেহরানে ইসরায়েলের নতুন হামলায় আইআরজিসির তৃতীয় ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরিও নিহত হয়েছেন।

এর আগে, শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের প্রথম হামলায় সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি, আইআরজিসির কমান্ডার হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছিল ইরান। 

রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ও শনিবার ইরানজুড়ে ইসরায়েলি হামলায় ১২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন প্রায় ৯০০ জন। হতাহতদের মধ্যে কমপক্ষে ৪০ জন নারী এবং বেশ কয়েকজন শিশু রয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ