স্টারলিংক সংযোগ পেতে অর্ডার করবেন যেভাবে
Published: 20th, May 2025 GMT
কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। আজ মঙ্গলবার থেকে বাংলাদেশেও স্টারলিংকের দ্রুতগতির ইন্টারনেট-সেবার কার্যক্রম শুরু হয়েছে। স্টারলিংকের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য ও নির্ধারিত অর্থ পরিশোধ করে সরাসরি অর্ডার করতে পারবেন আগ্রহীরা।
স্টারলিংক ওয়েবসাইট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে শতাধিক কর্মকর্তার তালিকা প্রকাশ জুলাই ঐক্যের
‘ফ্যাসিবাদের সহযোগী’ আখ্যা দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের শতাধিক কর্মকর্তার তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য নামের একটি প্ল্যাটফর্ম। এসব কর্মকর্তার মধ্যে ৪৪ জন সচিব পদমর্যাদার কর্মকর্তা এবং ৯৫ জন সহকারী কমিশনার ও জ্যেষ্ঠ সহকারী কমিশনার রয়েছেন, যাঁরা ঢাকাসহ বিভিন্ন জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে আত্মপ্রকাশ করা বিভিন্ন সংগঠনের মোর্চা হিসেবে কাজ করছে জুলাই ঐক্য। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের তালিকা প্রকাশ করেন প্ল্যাটফর্মের নেতারা। তালিকায় থাকা কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে এই প্ল্যাটফর্মের নেতারা ৩১ মের মধ্যে তালিকায় থাকা ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সেটা করা না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করবেন বলে জানান তাঁরা।
তালিকায় থাকা ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ এবং তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ারও দাবি জানান জুলাই ঐক্যের সংগঠকেরা। তাঁরা বলেন, আগামী তিন কর্মদিবসের মধ্যে এসব ব্যক্তির বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। সংবাদ সম্মেলন থেকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময়ে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা সরকারিভাবে প্রকাশের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জুলাই ঐক্যের সংগঠক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ, একতার বাংলাদেশ প্ল্যাটফর্মের আহ্বায়ক প্লাবন তারেক, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মিনহাজ, জুলাই অভ্যুত্থানে শহীদ মুনতাসির রহমানের বাবা সৈয়দ গাজীউর রহমান, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটির আহ্বায়ক সাইয়েদ আহমেদ সরকার, জাস্টিস ফর অল প্ল্যাটফর্মের আহ্বায়ক ফুয়াদ জামান, ৩৬ জুলাই পরিষদের আহ্বায়ক শহীদুল হক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পুনাব) প্রতিনিধি আব্দুল্লাহ আল সা’দ।