টেস্ট অভিষেকে দারুণ করেছেন গতিময় পেসার নাহিদ রানা। ওয়ানডে অভিষেকও খারাপ হয়নি ডানহাতি এই পেসারের। তবে নাহিদ রানার টি-২০ অভিষেক হয়েছে ভুলে যাওয়ার মতো। ৪ ওভারে ৫০ রান দিয়েছেন তিনি। দলও হেরেছে। যদিও তিনি উইকেট নিয়েছেন দুটি।  

ম্যাচ শেষে টি-২০ দলের অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, নাহিদের কাছে তাদের প্রত্যাশা বেশি ছিল। এছাড়া হারের পেছনে ছোট বাউন্ডারি ও শিশিরের প্রভাব আছে বলে মনে করেন ডানহাতি টপ অর্ডার ব্যাটার লিটন। 

তিনি বলেন, ‘আমরা তার (নাহিদ) থেকে আরও বেশি প্রত্যাশা করেছিলাম। তবে ক্রিকেটার হিসেবে ভালো-খারাপ দিন যেতেই পারে। আমরা বিষয়টি নিয়ে বসবো, কথা বলবো। ভুল-ভ্রান্তি নিয়ে চিন্তা করবো এবং পরের ম্যাচে শক্তভাবে ফিরে আসব।’ 

লিটন ম্যাচ শেষে স্বীকার করেছেন তাদের কিছু ভুল ছিল। মিডল অর্ডারে তারা ভালো করতে পারেননি। এমনকি ফিল্ডিংয়ের ভুল নিয়েও কথা  বলেছেন, ‘এমন ছোট মাঠে খেললে এবং শিশির ম্যাচে প্রভাব রাখতে শুরু করলে বোলিংয়ে খুব হিসাবি হতে হবে। ভিন্ন ব্যাটার নিয়ে ভিন্ন পরিকল্পনা করতে হবে।’

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে। এরপর সব ঠিক থাকলে পাকিস্তানে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে যাবে লিটন দাসের নেতৃত্বাধীন দল। সিরিজটি ২৭ মে থেকে শুরু হওয়ার কথা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ল টন দ স

এছাড়াও পড়ুন:

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব জসীম, স্থলাভিষিক্ত হবেন নজরুল

ছুটিতে যাচ্ছেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। তার ছুটিতে যাওয়ার বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়। জসীম উদ্দিনের ছুটিতে গেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, কয়েক মাস ছুটিতে থাকবেন পররাষ্ট্রসচিব। এরই মধ্যে পররাষ্ট্রসচিবের পদ থেকে জসীম উদ্দিনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ছুটি শেষে তিনি উত্তর আমেরিকা মহাদেশের কোনো একটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে যোগ দিতে পারেন।

এই নিয়ে দ্বিতীয়বার পররাষ্ট্রসচিব পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার। গত বছরের সেপ্টেম্বরে পররাষ্ট্রসচিব পদে যোগ দেন  বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা জসীম উদ্দিন। ২০২৬ সালের ডিসেম্বরে তার অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা।

সম্পর্কিত নিবন্ধ