বিদেশি কোম্পানির হাতে বন্দর পরিচালনার দায়িত্ব নয়: জাতীয় মুক্তি কাউন্সিল
Published: 21st, May 2025 GMT
চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ব্যবস্থাপনা দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিরোধিতা করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। এই উদ্যোগের প্রতিবাদে ৩০ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে তারা।
জাতীয় মুক্তি কাউন্সিল সেন্ট্রাল ওয়ার্কিং টিমের এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় জাতীয় মুক্তি কাউন্সিলর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় হয়। জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে এ সভা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সভায় মিয়ানমারকে মানবিক করিডর দেওয়ার সিদ্ধান্ত না নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সভায় বলা হয়, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব–সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে অবশ্যই জুলাই গণ–অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করতে হবে।
এ ছাড়া জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিবেচনা করে অবিলম্বে শেখ হাসিনার সরকারের আমলে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কোম্পানিকে নিউমুরিং টার্মিনাল ব্যবস্থাপনা প্রদান–সম্পর্কিত সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হয় সভায়।
সভায় ভারত কর্তৃক সীমান্তে রোহিঙ্গা শরণার্থী ও বাংলাভাষী ভারতীয়দের বাংলাদেশের ভেতরে ‘পুশইন’ করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতার কঠোর সমালোচনা করা হয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘আমি কি এখনো স্বপ্ন দেখছি’—লিখলেন পলাশ মুচ্ছল
বিশ্বকাপ ট্রফি হাতে ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বলিউডের সংগীত পরিচালক ও নির্মাতা পলাশ মুচ্ছল লিখেছেন, ‘আমি কি এখনো স্বপ্ন দেখছি?’
স্মৃতির সঙ্গে পলাশের পাঁচ বছরের প্রেম রয়েছে, এর মধ্যে বিয়ের ঘোষণাও দিয়েছেন পলাশ। নভেম্বরেই বিয়ে হওয়ার কথা রয়েছে।
এই জুটির ছবিটি তিন ঘণ্টার ব্যবধানে ছড়িয়ে পড়েছে, প্রায় দেড় লাখ ‘রিঅ্যাক্ট’ পড়েছে। সাড়ে ৭০০ মন্তব্য জমা পড়েছে। একজন লিখেছেন, ‘দুজনকে দারুণ লাগছে।’
ঘণ্টা পাঁচেক আগে ট্রফি হাতে তোলা আরেকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পলাশ