ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং পুঞ্চ এলাকার স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। কাশ্মীরের একটি এলাকায় পাকিস্তান হামলা চালানোর পর কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী বলেছে, কাশ্মীরের ভিম্বার গলি এলাকায় গোলা ছুড়েছে পাকিস্তান। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে বলেছেন, তাঁরা ওই অঞ্চলের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

আরও পড়ুনতিন রাফাল, এক মিগসহ ভারতের পাঁচ যুদ্ধবিমান ‘ভূপাতিত’১ ঘণ্টা আগে

এর আগে ভারত বলেছে, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি জায়গায় হামলা চালিয়েছে তারা। ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়েছে। পেহেলগামের ঘটনার জন্য ইসলামাবাদকে দায়ী করেছে দিল্লি, তবে ইসলামাবাদ সে অভিযোগ অস্বীকার করেছে।

ভারতের হামলার জেরে পাকিস্তানের ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের স্কুলগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনভারতের হামলার বদলা নেওয়া হবে: পাকিস্তান১ ঘণ্টা আগেআরও পড়ুনপারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান, সার্বিক সক্ষমতায় ভারত২৬ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারত কী কী ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে

পাকিস্তানে হামলায় ভারতের ৭৫ থেকে ৮০টি যুদ্ধবিমান অংশ নিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি আজ বুধবার পাকিস্তানের পার্লামেন্টের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেছেন, ভারতের হামলার মুখে সংযত আচরণ করেছে পাকিস্তান। হামলায় অংশ নেওয়া ‘প্রায় ৭৫ থেকে ৮০টি বিমানের’ মধ্যে মাত্র পাঁচটিকে গুলি করে ভূপাতিত করেছে।

‘অপারেশন সিঁদুর’ নাম দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টার পর পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালায় ভারত। হামলায় ৩১ জন নিহত এবং অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন।

পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফারাবাদের ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত বিলাল মসজিদের একাংশ। ৭ মে, ২০২৫

সম্পর্কিত নিবন্ধ