প্রয়াত মাকে লেখা আরিফিন শুভর খোলা চিঠি
Published: 11th, May 2025 GMT
গত বছরেরর ২৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন তারকা অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার। তাকে নিয়ে আজ বিশ্ব মা দিবসে সন্তান শুভ’র স্মৃতিচারণ। সমকালের পাঠকদের জন্য তা তুলে ধরা হলো–
প্রিয় মা, দেখতে দেখতে তোমার যাওয়ার প্রায় এক বছর চার মাস হলো। তুমি নেই ভাবতেই পারছি না। এখনও বোঝার চেষ্টা করছি যে কী হলো আমার জীবনে। আমি কি ঘুম থেকে উঠে দেখব, তুমি পাশের রুমটাতেই আছো? আমাকে ডাকছো? সবকিছু কেমন যেন হয়ে গেল।
ঈদ মানেই তো আমার প্রিয় মায়ের সঙ্গে মধুর সময়। গত ঈদে সেটা থেকে বঞ্চিত হয়েছি। ঈদে তোমার শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়ে পরেছি। তোমার স্মৃতি চিরজাগরূক রাখতে চাই। মা, জানো যখন ওই শাড়ি পরে তোমার সঙ্গে (কবর জিয়ারত) দেখা করতে যাচ্ছি, নিচে গার্ডরা বলল, এটা আন্টির শাড়ি না, স্যার? ভালো লাগল এই ভেবে যে বিল্ডিংয়ের গার্ডরাও তোমাকে দীর্ঘদিন নোটিশ করেছে।
আমার সাফল্যে তোমার চেয়ে কেউ বেশি খুশি হতো না। তুমি থাকতে সব সময় ছায়ার মতো। আগলে রাখতে। সেই তুমি আমার জীবন থেকে সরে গেলে। তোমার সঙ্গে কাটানো মধুর সময় আজ সবই স্মৃতি। শূন্যতা চারদিকে।
ডিসেম্বর এলেই হঠাৎ কাজের মধ্যেই মাথায় চলে আসে– ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে। সময় বড়ই স্বার্থপর! একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম, আমি কি কোথাও ভুল করছি সময়ে হিসাব করতে, নাকি আসলেই এক বছর হয়ে গেছে?
লাখো কোটি শব্দ লিখেও এই জীবনে কোনো দিন আমি বোঝাতে পারব না আমার জন্য তুমি কী ছিলে এবং আছো! জীবন চলে যাচ্ছে মা। কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে! বছরের ৩৬৫ দিনের প্রতিটি মুহূর্তে শুধু এ প্রশ্নই করেছি নিজেকে, সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি– এটা কোনো দুঃস্বপ্ন নয় তো? তোমাকে হারানোর শোক আজও কাটিয়ে উঠতে পারিনি। মা ভালো থেকো মা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আর ফ ন শ ভ ম দ বস
এছাড়াও পড়ুন:
৯০ দিনের জন্য পারস্পরিক শুল্ক প্রত্যাহারে সম্মত যুক্তরাষ্ট্র-চীন
যুক্তরাষ্ট্র এবং চীন প্রাথমিকভাবে ৯০ দিনের জন্য একে অপরের পণ্যের ওপর শুল্ক ব্যাপকভাবে প্রত্যাহার করতে সম্মত হয়েছে। সোমবার (১২ মে) দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর বিবিসির।
সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির কর্মকর্তাদের সপ্তাহান্তে ম্যারাথন বাণিজ্য আলোচনার পর এই ঘোষণা আসলো। যৌথ বিবৃতি অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর সাময়িকভাবে তার শুল্ক ১৪৫ শতাংশ থেকে ৩০ এ কমিয়ে আনবে। অন্যদিকে চীন আমেরিকান আমদানির উপর তার শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।
বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওপর যুক্তরাষ্ট্রের তুলনামূলক কিছুটা বেশি শুল্ক আরোপ বজায় রাখার লক্ষ্য হলো, শক্তিশালী ওপিওয়েড ড্রাগ ফেন্টানাইলের অবৈধ ব্যবসা রোধে বেইজিংয়ের উপর আরো চাপ সৃষ্টি করা।
আরো পড়ুন:
যুদ্ধবিরতির প্রচেষ্টায় মার্কিন–ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে হামাস
পুতিনের সঙ্গে বৈঠক করতে তুরস্ক যাচ্ছেন জেলেনস্কি
তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, সমস্যা মোকাবিলায় চীনের আগ্রহ দেখে তারা ইতিবাচকভাবে অবাক হয়েছেন।
যৌথ বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, ৯০ দিনের জন্য এই শুল্ক বিরতি বুধবার (১৪ মে) থেকে শুরু হবে।
এতে আরো বলা হয়েছে, উভয় দেশ ‘অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি প্রক্রিয়া প্রতিষ্ঠা করবে’।
পরবর্তী আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন বা কোনো সম্মত তৃতীয় পক্ষের দেশে অনুষ্ঠিত হতে পারে।
এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রবিবার (১১ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে; অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে। বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পদ্ধতিতে পুরো বিষয়টি নতুন করে সাজানো হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কল্যাণে আমরা দেখতে চাই, মার্কিন ব্যবসার-বাণিজ্যের জন্য চীন দুয়ার খুলে দিচ্ছে। বড় অগ্রগতি হয়েছে।’
গত কয়েক দিন ধরে সুইজারল্যান্ডের জেনেভায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা চলছে। এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং চীন সরকারের প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হি লাইফেং।
ঢাকা/ফিরোজ