টুইটার

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সীমান্ত উত্তপ্ত, ওয়ামিকার সিনেমা নামল ওটিটিতে

ওটিটিতেই জনপ্রিয়তা পেয়েছেন ওয়ামিকা গাব্বি। ওয়েব সিরিজ ও স্ট্রিমিংভিত্তিক কনটেন্টে তাঁর অভিনয় প্রশংসিত হলেও, বড় পর্দার প্রতি তাঁর টান বরাবরের। তাই ‘বেবি জন’–এর পর আবার বড় পর্দায় ফিরে দর্শকদের সামনে হাজির হতে চলেছিলেন ‘ভুল চুক মাফ’ ছবিতে। রাজকুমার রাওয়ের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন এই রোমান্টিক কমেডি ঘরানার ছবিতে। ছবিটির মুক্তি নির্ধারিত ছিল ৯ মে, কিন্তু ভারতের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ভারত–পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কারণে, শেষ মুহূর্তে থিয়েটার মুক্তি বাতিল করে ওটিটিতে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৬ মে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে ‘ভুল চুক মাফ’। ছবির প্রযোজক দীনেশ ভিজান ৮ মে এক বিবৃতিতে জানান, ‘জাতীয় নিরাপত্তা ও জনগণের আবেগকে সম্মান জানিয়ে আমরা থিয়েটার মুক্তি থেকে সরে এসেছি। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হলো—ছবিটি নিরাপদে ও সর্বোচ্চসংখ্যক দর্শকের কাছে পৌঁছাক।’
ওটিটি মুক্তি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় ওয়ামিকা বলেন, ‘দেশের পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্মাতারা এ সিদ্ধান্ত নিয়েছেন, যা আমি সম্পূর্ণ সমর্থন করি। অবশ্যই থিয়েটারে মুক্তি পাওয়া একটা বড় উপলক্ষ হতো, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দর্শকের কাছে পৌঁছানো। আমি বিশ্বাস করি, ওটিটির মাধ্যমে এই ছবি আরও অনেকের কাছে পৌঁছাবে।’

‘ভুল চুক মাফ’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ