নতুন গান নিয়ে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘প্রেমিক স্বৈরাচার’ শিরোনামের গানটি। বরাবরের মতো এ গানেও কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা কথা।
গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ। গানের কথার সঙ্গে মিল রেখে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন আকাশ মাহমুদ ও অন্তরা কথা। ভিডিওর কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো। পরিচালনা করেছেন আশিক মাহমুদ।
নতুন গান নিয়ে উচ্ছ্বসিত আকাশ মাহমুদ বলেন, “গানের কথা দারুণ। বরাবরের মতো এবারো চেষ্টা করেছি শ্রোতাদের ভালো একটি গান উপহার দিতে। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।”
আরো পড়ুন:
যুদ্ধের নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ রয়েছে: নচিকেতা
রাঙামাটির পাহাড়ে ছোট কূপের পানিতেই চলে যাদের জীবন
আকাশ মাহমুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে অন্তরা কথা বলেন, “গানের কথাগুলো খুব ভালো লেগেছে। আকাশ মাহমুদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার। মিউজিক ভিডিওতে আমাদের দুজনের রসায়নটা দারুণ। বর্তমান সময়ের দর্শকদের চাহিদা মাথায় রেখেই ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএনসিসি মহাখালী হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু, চিকিৎসা বিনাম
বর্তমান চলমান তাপপ্রবাহের মোকাবিলায় হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি ডেডিকেটেড কোভিড মহাখালী হাসপাতালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে একটি হিটস্ট্রোক সেন্টার খোলা হয়েছে। এখানে তাপজনিত অসুস্থতায় আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে।
সোমবার (১২ মে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা ববি এ তথ্য জানান।
এছাড়া, চলমান তীব্র তাপদাহ মোকাবিলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের নির্দেশনায় মসজিদ কমিটির মাধ্যমে সকাল ১১টা থেকে মাগরিবের নামাজ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করে, মসজিদের প্রধান কক্ষ এবং অজুখানা সমূহ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণকে নির্দেশ প্রদান করেছে ডিএনসিসি প্রশাসক।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে পরবর্তী কর্মদিবসে চিঠির মাধ্যমে এ নির্দেশনা নিশ্চিত করা হবে।
ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস (জাতীয় জরুরি সেবা) ৯৯৯ এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি জরুরি জনগুরুত্বপূর্ণ সেবা অন্তর্ভুক্ত করেছে। হিট স্ট্রোকে আক্রান্ত উত্তর সিটি কর্পোরেশনের নাগরিকগণ ৯৯৯ এ যোগাযোগ করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
ঢাকা/এএএম/ফিরোজ