Samakal:
2025-05-12@07:28:37 GMT

বিরতি ভেঙে ফিরলেন রিচা

Published: 11th, May 2025 GMT

বিরতি ভেঙে ফিরলেন রিচা

মা হওয়ার কারণে বেশ কিছুদিন অভিনয় জগৎ থেকে দূরে সরেছিলেন রিচা চাড্ডা। এবার বিরতি ভেঙে ফিরলেন অভিনয়ে। তবে নতুন সিনেমা নিয়ে এখনই মুখ খুলতে চান না এই বলিউড তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম আজকাল ডট ইন-কে অভিনেত্রী শুধু এটুকু জানিয়েছেন, কামব্যাক সিনেমাটি তাঁর জন্য সত্যিকার অর্থে স্পেশাল। আগামী সেপ্টেম্বরে শুরু হবে সিনেমার শুটিং।

সেখানে তিনি অভিনয় করবেন একজন উচ্চবিত্ত উদ্যোক্তার চরিত্রে, যিনি জন্ম থেকেই অনাথ এবং যার জীবনের খাতায় শুধুই লড়াই আর প্রমাণ করার দায় রয়েছে। চরিত্রটা যেমন শক্তিশালী, তেমনই আবেগপ্রবণ।

নির্মাতারা আশা করছেন তাঁর চরিত্রটি দর্শকের মনে দারুণভাবে দাগ কাটাবে।

রিচার কথায়, ‘এ চরিত্রটি আমার কাছে শুধু একটা রোল নয়, একটি জার্নি। সিনেমার চিত্রনাট্য যখন পড়ি, কেমন যেন থমকে গেছিলাম। কারণ, এর গল্প ও চরিত্রে যেমন গভীরতা আছে, তেমনি আছে হাস্যরসের খোরাক জোগানো উপকরণ। বাস্তব জীবনের মতোই টানাপোড়েনে ভরা এই গল্প।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: চর ত র

এছাড়াও পড়ুন:

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করুন

পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসাসেবায় আত্মনিয়োগ করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (১২ মে) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান তিনি। 

দেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে সিভিল সার্জন সম্মেলন। স্বাস্থ্য খাত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের কাছে চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে জানবেন নীতিনির্ধারকেরা। 

জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। এ সম্মেলনের কার্য অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। কার্য অধিবেশনগুলোতে স্বাস্থ্যসংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিবসহ সিনিয়র কর্মকর্তারা দিকনির্দেশনা দেবেন।


প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের উদ্দেশে বলেন, “আমাদের যতটুকু চিকিৎসা সরঞ্জাম বা সুযোগ-সুবিধা রয়েছে, এই পরিস্থিতির মধ্যে যদি আমরা পরিবর্তনের জন্য নিজের মন ঠিক করতে পারি তাহলে আমি নিশ্চিত, দেশে স্বাস্থ্যসেবার ২৫ শতাংশ উন্নতি হয়ে যাবে।” 

তিনি আরো বলেন, “সিভিল সার্জন সম্মেলনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন মানসিকতার উন্মোচন করছি এবং সেইসঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য খাতের নতুনভাবে পথচলা শুরু হলো।”

অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্য রাখেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি বছর ৬৪ জেলা প্রশাসকদের নিয়ে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জেলার নানা বিষয় উঠে আসে। এবার সেই আদলে ৬৪ জেলার স্বাস্থ্য প্রশাসকদের নিয়ে প্রথমবার সিভিল সার্জন সম্মেলন হচ্ছে। 

সম্মেলনের আগে সেবার ক্ষেত্রে সমস্যা ও চ্যালেঞ্জগুলো পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। সিভিল সার্জনরা তাদের মতামত মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ